রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৫৩ জন আটক

২৯ ডিসেম্বর, ২০২১

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের সাথে জড়িত থাকার অভিযোগে ৫৩ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল ছয়টা থেকে বুধবার (২৯ ডিসেম্বর) সকাল ছয়টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটকসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

ডিএমপি সূত্রে জানা গেছে, আটকদের কাছ থেকে ১০ হাজার ৫৪৫ পিস ইয়াবা, ৪৮৪ গ্রাম ওজনের ২০ পুরিয়া হেরোইন, ১৪ কেজি ৮৩০ গ্রাম গাঁজা ও ১৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৮টি মামলা করা হয়েছে।