করোনায় আক্রান্ত ভারতীয় পার্লামেন্টের চার শতাধিক কর্মী

০৯ জানুয়ারী, ২০২২

ভারতের পার্লামেন্টের চারশোরও বেশি কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে বাজেট অধিবেশন আদৌ সম্ভব কিনা, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

বাজেট অধিবেশনের আগে সংসদের অন্দরে কাজ করেন এমন ১ হাজার ৪০৯ জন কর্মীর কোভিড পরীক্ষা করানো হয়েছিল। এদের মধ্যে মধ্যে ৪০২ জনের রিপোর্ট পজিটিভ এসেছে।

সংসদ ভবনের বাইরে যারা কাজ করেন, তাঁদের কোভিড পরীক্ষার রিপোর্ট এখনও প্রকাশ্যে আসেনি। সূত্রের খবর, সংক্রমিতদের নমুনা পাঠানো হয়েছে জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য, ৪০২ জনের মধ্যে লোকসভার ২০০, রাজ্যসভার ৬৯ এবং বাকি ১৩৩ জন সংসদের সাধারণ কর্মী। করোনা পজিটিভ কর্মীদের সবরকম সচেতনতা বিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র : সংবাদ প্রতিদিন