রাশিয়ায় শত শত যুদ্ধ-বিরোধী বিক্ষোভকারী গ্রেফতার

০৬ মার্চ, ২০২২

রাশিয়ার ২১টি শহরে ছয়শোর বেশি যুদ্ধ-বিরোধী বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে বলে জানাচ্ছে ওভিডি-ইনফো নামের একটি মনিটরিং গ্রুপ।রাশিয়ার বন্দী বিরোধী নেতা আলেক্সি নাভালনি ইউক্রেনের যুদ্ধের বিরুদ্ধে দেশজুড়ে এই বিক্ষোভের ডাক দিয়েছিলেন।

মনিটরিং গ্রুপটি স্থানীয় গণমাধ্যমের খবরের ভিত্তিতে বলছে, সাইবেরিয়ার নোভোসিবিরস্ক শহরে দুশোর বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে।

রাশিয়ায় সরকার বিরোধী বিক্ষোভকারীদের গণহারে গ্রেফতারের ঘটনা স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে। ওভিডি-ইনফো মনিটরিং গ্রুপ বলছে, ১১ দিন আগে ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর এপর্যন্ত ৮ হাজারের বেশি যুদ্ধ-বিরোধী বিক্ষোভকারীকে রাশিয়ায় গ্রেফতার করা হয়েছে।

সূত্র  :  বিবিসি