‘কিছু আশা’ দেখছেন ল্যাভরভ

১৬ মার্চ, ২০২২

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেনের সাথে রাশিয়ার আলোচনায় ‘কিছু আশা’ দেখছেন।বুধবার রুশ দৈনিক আরবিকের কাছে এক সাক্ষাতকারে এই কথা বলেন তিনি।সাক্ষাতকারে তিনি বলেন, উভয়পক্ষ ইতোমধ্যেই এমন অবস্থানে আছে যে যার মাধ্যমে দুই পক্ষই ‘চুক্তির কাছাকাছি’ পৌঁছাতে পারে।

তিনি বলেন, ‘তারা বলেন আলোচনা স্বাভাবিক কারণেই সহজ নয়। কিন্তু তা সত্ত্বেও সমঝোতায় পৌঁছার কিছু আশারা রয়েছে।’রুশ পররাষ্ট্রমন্ত্রী জানান, ইউক্রেনের রাজনৈতিক ও সামরিক নিরপেক্ষতার বিনিময়ে রাশিয়া থেকে নিরাপত্তা নিশ্চয়তার বিষয়ে বর্তমানে ‘গুরুতর আলোচনা’ হচ্ছে।

তিনি বলেন, ইউক্রেনের নিরপেক্ষতা ও বেসামরিকীকরণের ওপরই শুধু সমস্যা সমাধান নির্ভর করছে না, পাশাপাশি পূর্ব ইউক্রেনে দোনেৎস্ক ও লুহানস্কে জনগণের নিরাপত্তার ওপরও নির্ভর করছে।গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর জেরে ২১ ফেব্রুয়ারি বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সৈন্য পাঠায় রাশিয়া।

পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে রুশ স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।যুদ্ধ বন্ধে দুই দেশের মধ্যে বিভিন্ন স্থানে কয়েক দফা শান্তি আলোচনা হলেও তাতে কোনো অগ্রগতি হয়নি।

সূত্র : বিবিসি ও আলজাজিরা