ফের শুরু রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা

০৩ এপ্রিল, ২০২২

রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা ফের শুরু হয়েছে। শুক্রবার ভিডিও কনফারেন্সে আলোচনায় যোগ দেন দুদেশের কর্মকর্তারা। তবে বৈঠকের শুরুতেই মস্কোর প্রধান আলোচক ভ্লাদিমির মেডিনস্কি সাফ জানিয়ে দিয়েছেন, ক্রিমিয়া ও দোনবাস নিয়ে রাশিয়ার অবস্থানে কোনো পরিবর্তন হবে না। ইউক্রেনে রুশ আগ্রাসনের ৩৮তম দিন শনিবার বন্দরনগরী ওডেসার একটি আবাসিক এলাকায় তিনটি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এছাড়া পোলতাভা, ক্রেমেনচুক, দোনেস্কেও হামলা হয়েছে। তবে ইউক্রেনের হস্তোমেল শহরের আন্তোনোভ বিমানবন্দর থেকে সরে যাচ্ছে রুশ সেনারা। এদিকে ইউক্রেনে আরও ৩০০ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা পাঠাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। খবর বিবিসি, এএফপি ও রয়টার্সসহ বিভিন্ন সংবাদমাধ্যমের।