রাজধানীতে দমকা হাওয়াসহ বৃষ্টি

২২ এপ্রিল, ২০২২

এপ্রিলে বাংলাদেশের আবহাওয়ার ধরনটাই এমন। এই রোদঝলমলে আকাশ, আবার কিছুক্ষণের মধ্যে আকাশজুড়ে কালো মেঘ।

আজ শুক্রবার সকাল থেকে রাজধানীসহ দেশের মধ্যাঞ্চলজুড়ে খটখটে রোদ। সঙ্গে ভ্যাপসা গরমের অনুভূতি ছিল।

বেলা সোয়া তিনটার পরে রাজধানীজুড়ে বৃষ্টি শুরু হয়েছে। সেই সঙ্গে দমকা হাওয়া। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর বলছে, কোথাও কোথাও শিলাবৃষ্টিসহ কালবৈশাখী হতে পারে।

বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর বলছে, ঢাকার দিকে একটি বড় মেঘমালা এগিয়ে আসছে।

বৃষ্টিতে গরম থেকে স্বস্তি মিললেও এই ছুটির দিনে যাঁরা বিকেলের দিকে ঈদের কেনাকাটা করতে বের হয়েছেন তাঁরা ভোগান্তিতে পড়েছেন।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি থেমে থেমে চলতে পারে।