যশোরে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

০১ জুন, ২০২২

’পুষ্টি,পরিবেশ ও অর্থনৈতিক উন্নয়নে টেকসই দুগ্ধ শিল্প" এই প্রতিপাদ্যে নানা কর্মসূচির মধ্য দিয়ে যশোরে পালিত হচ্ছে বিশ্ব দুগ্ধ দিবস।

আজ সকালে জেলা প্রানি সম্পদ দপ্তরের আয়োজনে এবং প্রাণি ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। দিবসটি পালন উপলক্ষে সকালে শহরের লোন অফিস পাড়ায় প্রাণি সম্পদ অফিস চত্বর থেকে একটি র‍্যালী বের করা হয়। প্রধান অতিথি বেলুন ও ফেস্টুন উড়িয়ে র‍্যালির উদ্বোধন করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম ,জেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডাঃ রাশেদুল হক,সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ শফিউল আলম,জেলা প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন।

র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় অফিস প্রাঙ্গনে এসে শেষ হয়। সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও খামারীরা উপস্থিত ছিলেন।পরে তাদের মাঝে দুধ বিতরন করা হয়।