খেরসন ত্যাগ করতে নাগরিকদের প্রতি আহ্বান রুশ কর্তৃপক্ষের

২২ অক্টোবর, ২০২২

ইউক্রেনের খেরসন দখল করা রুশ কর্তৃপক্ষ বেসামরিক নাগরিকদেরকে অবিলম্বে নগরী ত্যাগ করার আহ্বান জানিয়েছে। নগরীটি পুনঃদখল করতে ইউক্রেনের বাহিনী চেষ্টা চালানোর প্রেক্ষাপটে এই আহ্বান জানানো হলো।

ইউক্রেনের হামলা আসন্ন হওয়ার প্রেক্ষাপটে গত কয়েক দিনে ইতোমধ্যেই হাজার হাজার বেসামরিক নাগরিক নিপার নদী পার হয়ে সরে পড়েছে।

টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে রুশ কর্তৃপক্ষ জানায়, রণাঙ্গনে উত্তপ্ত পরিস্থিতির কারণে নগরীতে বর্ধিত গোলাবর্ষণ এবং সন্ত্রাসী হামলার হুমকি থাকায় সকল নাগরিককে অবিলম্বে নিপ্রো নদী পার হয়ে নগরী ত্যাগ করা উচিত।

বিবৃতিতে আরো বলা হয়, 'আপনাদের পরিবার ও বন্ধুদের নিরাপত্তার দিকেও নজর রাখবেন। নথিপত্র, টাকা, মূল্যবান সামগ্রী ও পোশাকের কথাও ভুলবেন না।'
সূত্র : আল জাজিরা