মাদকবিরোধী পুলিশি অভিযানে গ্রেফতার ৩৮

০৮ জানুয়ারী, ২০২৩

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে  মাদক বিক্রি ও সেবনের সাথে জড়িত থাকার অভিযোগে ৩৮ জনকে গ্রেফতার করেছে।  

শনিবার (০৭ জানুয়ারি) থেকে আজ রবিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের মাদকসহ গ্রেফতার উদ্ধার করা হয়। 

ডিএমপি সূত্রে জানা যায়, এসময় গ্রেফতারকৃতদের হেফাজত থেকে এক হাজার ১৮৬ পিস ইয়াবা, ১২৫.০১ গ্রাম ১৪২ পুরিয়া হেরোইন, ১২ কেজি ৯৪৫ গ্রাম গাঁজা ও ৫ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। তাদেরদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৭টি মামলা হয়েছে।