ইউক্রেনে ভারী ট্যাঙ্ক পাঠানোর বিকল্প নেই : জেলেনস্কি

২১ জানুয়ারী, ২০২৩

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার বলেছেন, পশ্চিমা দেশগুলোর কাছে ইউক্রেনকে ভারী ট্যাঙ্ক দেয়ার ‘কোনো বিকল্প নেই’। এদিকে জার্মানি ইউক্রেনের চাওয়া লিওপার্ড ট্যাঙ্ক দেবে কি-না তা এখনো জানায়নি।

যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর অস্ত্র সরবরাহের প্রতিশ্রুতিসহ এক্ষেত্রে সাম্প্রতিক দিনগুলোর অগ্রগতিকে জেলেনস্কি স্বাগত জানিয়েছেন।

জেলেনস্কি তার সান্ধ্যকালীন ভাষণে বলেন, ‘অংশীদাররা নীতিগতভাবে ঐক্যমতে পৌঁছেছে যে তারা আমাদের জয়ের জন্য যতটা প্রয়োজন ততটা ইউক্রেনকে সমর্থন করবে।’

‘হ্যাঁ, আমাদের এখনো আধুনিক ট্যাঙ্ক সরবরাহ পাওয়ার জন্য লড়াই করতে হবে, তবে প্রতিদিন আমরা এটি আরো স্পষ্ট করে বলছি, এক্ষেত্রে ট্যাঙ্কের কোনো বিকল্প নেই। তাই ট্যাঙ্কের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেয়া উচিত।’

যেসব দেশ ইতোমধ্যে অস্ত্র সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে তাদের ধন্যবাদ জানিয়ে তিনি আরো বলেন, ‘এই সমস্ত কিছুতে জোর দেয়ার মতো একমাত্র বিষয় হলো সময় ও অস্ত্র সরবরাহ সময়।’

এদিকে পোল্যান্ড ও ফিনল্যান্ড ইঙ্গিত দিয়েছে, তারা ইউক্রেনে জার্মানির তৈরি লিওপার্ড ট্যাঙ্ক পাঠাতে আগ্রহী। তবে এক্ষেত্রে জার্মানির অনুমোদন প্রয়োজন।

জার্মানি ডেলিভারি অনুমোদনের জন্য বার্লিনের ওপর চাপ বাড়লেও দেশটির নবনিযুক্ত
প্রতিরক্ষামন্ত্রী বরিস টিস্টোরিয়াস শুক্রবার বলেন, ‘লিওপার্ড ট্যাঙ্ক সরবরাহের ব্যাপারে কখন সিদ্ধান্ত নেয়া হবে এবং সিদ্ধান্ত কী হবে তা এখনো বলতে পারছি না।’
সূত্র : বাসস