যেভাবে সরাসরি দেখবেন বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ

১৩ জুন, ২০২৩

সবশেষ ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজটি বাংলাদেশের কোনো টিভি চ্যানেল সরাসরি সম্প্রচার করেনি। তবে ঘরের মাঠে আসন্ন আফগানিস্তান সিরিজটি দেশের একাধিক চ্যানেল সরাসরি সম্প্রচার করবে। এ ছাড়া অনলাইনেও দেখা যাবে পুরো সিরিজটি।

সোমবার (১২ জুন) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্ট ম্যাচটি টি-স্পোর্টস ও গাজী টিভি (জিটিভি) সরাসরি সম্প্রচার করবে। টেলিভিশন চ্যানেলের পাশাপাশি ডিজিটাল প্লাটফর্মেও দেখা যাবে এই ম্যাচ।

 

ডিজিটাল প্লাটফর্ম র‍্যাবিটহোল অ্যাপ ও এর ওয়েবসাইটে দর্শকরা সরাসরি ম্যাচটি উপভোগ করতে পারবে। আর আফগানিস্তানের দশর্করা সবকটি ম্যাচ উপভোগ করার সুযোগ পাচ্ছেন আরটিএ স্পোর্টসে।

এ ছাড়া ভারত, যুক্তরাজ্য ও আফগানিস্তান ব্যতীত বাকি সব দেশ থেকে র‍্যাবিটহোলবিডি স্পোর্টস ইউটিউব চ্যানেলে ম্যাচগুলো দেখার সুযোগ পাবেন।

প্রসঙ্গত, আগামী ১৪ জুন মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। খেলা প্রতিদিন সকাল