দেশে একদিনে ৯ মৃত্যু, নতুন শনাক্ত ৪৩৪

২১ এপ্রিল, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ১১০ জনের মৃত্যু হলো। এছাড়া নতুন করে আরো ৪৩৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সারাদেশে মোট ৩৩৮২ জন করোনা রোগী শনাক্ত হলো।

মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপনা করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বুলেটিন উপস্থাপনকালে করোনার বিস্তাররোধে সবাইকে বাড়িতে থাকার এবং স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলার আহ্বান জানানো হয়।

এদিকে, সরকারি-বেসরকারি সূত্রের বরাতে বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ তথ্য প্রকাশ করে ওয়ার্ল্ডোমিটার ডটকম। তাদের হিসাবে বিশ্বে মোট আক্রান্ত হয়েছেন ২৪ লাখ ৮৩ হাজার ১৮১ জন। প্রাণহানি সংখ্যা এক লাখ ৭০ হাজার ৫০১।

আক্রান্ত হয়ে সেরে উঠেছেন ৬ লাখ ৫২ হাজার ৭৬১ জন। এখনো ১৬ লাখ ৫৯ হাজার ৯১৯ জন সংক্রমিত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।