পাবনায় বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন এমপি প্রিন্স

০৪ সেপ্টেম্বর, ২০২০

পৌনে এক কোটি টাকা ব্যয়ে পাবনা সদর উপজেলার টেবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এটি উদ্বোধন করা হয়।
 
উদ্বোধনী অনুষ্ঠানে এমপি প্রিন্স বলেন, বর্তমান সরকারের উন্নয়ন ধারার ধারাবাহিকতায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন করা হচ্ছে। পাবনার একটি শিক্ষা প্রতিষ্ঠানও উন্নয়ন থেকে বাদ পড়বে না।
 
উদ্বোধন শেষে এক মতবিনিময় সভায় প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষিকা জাহানারা খাতুনের সভাপতিত্বে ও প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি, ওয়াসিম পাঠশালার সাবেক প্রধান শিক্ষক হারেজ আলীর পরিচালনায় বক্তব্য রাখেন পাবনা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক সরদার মিঠু আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহিন, মালিগাছা ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম শরিফ, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জাহানারা খাতুন প্রমুখ।

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-টেবুনিয়া ওয়াসিম পাঠশালার আরেক সাবেক প্রধান শিক্ষক মুক্তিযোদ্ধা জাহিদ হাসান জিনদান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জালাল উদ্দিন বিশ্বাস,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, অর্থ সম্পাদক হিরোক হোসেন, বন ও পরিবেশ সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মুন্নু, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর করিম, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোহাম্মদ আলী প্রমুখ।