এবার রুশ হামলার মুখে সমস্ত আন্তর্জাতিক সফর স্থগিত করলেন জেলেনস্কি

১৫ মে, ২০২৪

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সমস্ত আন্তর্জাতিক সফর স্থগিত করেছেন। রাশিয়া দেশটির খারকিভ অঞ্চলে ব্যাপক হামলা করে বেশ কয়েকটা গ্রাম দখল করে নিয়েছে। এরমধ্যে জেলেনস্কি তার আন্তর্জাতিক সফর স্থগিতের সিদ্ধান্ত জানালেন।

সিএনএনের খবরে বলা হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আগামী দিনের জন্য নির্ধারিত সমস্ত আন্তর্জাতিক ইভেন্ট স্থগিত করবেন।রুশ সেনারা উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলে ঢুকে পড়ছে। এরমধ্যে ভলোদিমির জেলেনস্কি আগামী দিনগুলোতে নির্ধারিত সব আন্তর্জাতিক ইভেন্ট স্থগিত এবং নতুন তারিখ সমন্বয় করার নির্দেশ দিয়েছেন।বুধবার তার কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে। 

জেলেনস্কির কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, আমাদের অংশীদাররা জেলেনস্কির সফর স্থগিত উপলব্ধি করার জন্য কৃতজ্ঞ।ইউক্রেনের শীর্ষ সামরিক জেনারেল খারকিভে লড়াই ‘উল্লেখযোগ্যভাবে অবনতি’ হয়েছে বলে সতর্ক করার কয়েকদিন পর এ ঘটনা ঘটল।আকস্মিক আন্তঃসীমান্ত আক্রমণ সম্প্রসারণের সাথে সাথে রাশিয়া আরও চারটি গ্রাম দখল করার দাবি করেছে।

ইউক্রেনে রাশিয়ার হামলার দুই বছরেরও বেশি সময় পার হয়েছে। জেলেনস্কি মিত্রদের সাথে সম্পর্ক জোরদার করে মস্কোর অগ্রগতি রোধ করতে কিয়েভের সামরিক প্রচেষ্টার দিকে মনোযোগ রাখার জন্য লড়াই করছেন।