স্পেন নোঙর করতে দেয়নি বিস্ফোরকবাহী ইসরায়েলগামী জাহাজ

১৮ মে, ২০২৪

গাজা আগ্রাসনের শুরু থেকেই ইসরায়েলের বিপক্ষে শক্ত অবস্থান নিয়েছে স্পেন। দেশটি বারবার গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধের তাগাদা দিয়েছে। সেই সাথে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়াার প্রস্তুতিও নিয়েছে বর্তমান স্পেন সরকার।এবার তারা আরও একটি সাহসী পদক্ষেপ নিয়েছেন।

ভারতের চেন্নাই থেকে বিস্ফোরক নিয়ে ইসরায়েলের হাইফা বন্দর অভিমুখে যাত্রা করা একটি জাহাজকে নিজেদের বন্দরে নোঙর করতে দেয়নি স্পেন।  মারিয়ান ড্যানিকা নামের জাহাজটি গত ৮ এপ্রিল চেন্নাই থেকে ইসরায়েলের উদ্দেশে রওনা হয়। ২১ মে জাহাজটির স্পেনের দক্ষিণ-পূর্ব কার্টেজেনা বন্দরে নোঙর ফেলার অনুমতি চেয়েছিল। 

খবরে বলা হয়েছে, এক সংবাদ সম্মেলনে জাহাজটি নোঙর না করতে দেওয়ার তথ্য জানিয়েছেন স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস।অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলে সব ধরনের অস্ত্র রফতানি নিষিদ্ধ করেছে স্পেন। এই নীতির সাথে সামঞ্জস্য রেখেই স্প্যানিশ বন্দরগুলোতে ইসরায়েলগামী কোনো অস্ত্রের জাহাজের নোঙর ফেলা নিষিদ্ধ করেছে দেশটি।