ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

২২ মে, ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে উপজেলার সদর ইউনিয়নের সৈয়দুলা বাঘাহুতা গ্রামের জমি থেকে এ লাশ উদ্ধার করে সরাইল থানার পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল ইসলাম বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। নাম-পরিচয় পাওয়া যায়নি।

শরীরে আঘাতের কোন চিহ্ন নেয়। তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।