সিএফসির ব্যবস্থাপনা পরিচালক পুনর্নির্বাচিত হওয়ায় রাষ্ট্রদূত শেখ মো. বেলালকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

২৭ মে, ২০২৪

কমন ফান্ড ফর কমোডিটিসের (সিএফসি) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হওয়ায় রাষ্ট্রদূত শেখ মো. বেলালকে অভিনন্দন জানিয়েছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

আজ সোমবার গণভবনে সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী তাকে অভিনন্দন জানান। 

ইউরোপের মাটিতে এই ভূমিধস বিজয় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার দারিদ্র্য বিমোচনে ব্যাপক আন্তর্জাতিক স্বীকৃতির প্রতিফলন। জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল পদমর্যাদার এই নির্বাচনে বাংলাদেশের প্রার্থী শেখ মো. বেলাল ৬৮ শতাংশ ভোট পেয়ে বিজয় লাভ করেন। কমন ফান্ড ফর কমোডিটিস জাতিসংঘভুক্ত একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান। সিএফসি বিশ্বের ১০১টি সদস্য রাষ্ট্রে দারিদ্র্য বিমোচনে অর্থায়ন করে থাকে।