লক্ষ্মীপুর সদরে ভোটগ্রহণ চলছে

২৯ মে, ২০২৪

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার (২৯ মে) সকাল ৮টা থেকে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়েছে যা চলবে টানা বিকাল ৪টা পর্যন্ত। নারী পুরুষ ভোটাররা লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। ভোটের শুরুতে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে উপস্থিতি বাড়তে শুরু করেছে। 

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সদর উপজেলায় ২১ টি ইউনিয়নে ১৯২ টি কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এতে মোট ভোটার সংখ্যা ৬ লক্ষ ১৯ হাজার ৬৪৫ জন। 

নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এতে ২৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, একজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ৪ প্লাটুন বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসার মোতায়েন রয়েছে।