হোয়াটসঅ্যাপে ভুল ভয়েস পাঠানো ঠেকানোর উপায়

২৯ মে, ২০২৪

হোয়াটসঅ্যাপ হলো এমন একটি মাধ্যম, যার মাধ্যমে চ্যাট, ভিডিও, ছবি এমনকি অডিও পর্যন্ত পাঠানো যায়। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই ন্যূনতম নেট খরচ করলেই হোয়াটসঅ্যাপে পাঠানো যায় যেকোনো বার্তা। তবে অনেক সময় ভুলবশত কিছু ছবি, ভিডিও বা অডিও চলে যায় প্রাপকের কাছে।

ছবি অথবা ভিডিও পাঠানোর আগে ভালো করে দেখে নেয়ার অপশন থাকলেও অডিও ব্যাপারটি আগে থেকে যাচাই সম্ভব হয় না। হোয়াটসঅ্যাপের মাইক অপশনে কিছু ভয়েস নোট রেকর্ড করে পাঠিয়ে দিতে হয় অন্য প্রান্তে।

কিন্তু এক্ষেত্রে অনেক সময় কিছু ভুল অডিও চলে যায় যা পাঠিয়ে দেওয়ার পর বোঝা যায়। এমন অবস্থায় পুরো অডিওটি ডিলিট করা ছাড়া আর অন্য কোনো অপশন থাকে না। এবার জানুন বার্তা পাঠানোর আগে হোয়াটসঅ্যাপে ভয়েস নোট কীভাবে শুনবেন?