ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৩

০৩ জুন, ২০২৪

ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চার শিশুসহ অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২৫ জন।রোববার (২ জুন) রাতে মধ্যপ্রদেশের রাজগড় জেলার পিপলোদিতে এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ট্রাক্টর-ট্রলি উল্টে ভয়াবহ এই দুর্ঘটনায় আহতদের মধ্যে ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা রাজস্থান থেকে একটি বিয়েবাড়িতে যাচ্ছিলেন। কিন্তু রাতে হঠাৎ মাঝ রাস্তায় ট্রাক্টরটি উল্টে যায়। আর এতেই হতাহতের ঘটনা ঘটে।

আহত এক ব্যক্তি পুলিশকে জানায়, চালক নেশাগ্রস্ত অবস্থায় ছিল এবং ট্রাক্টরটি অতিরিক্ত যাত্রী নিয়েছিল।

এদিকে ভয়াবহ এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।