ভোটারশূন্য নওগাঁর কেন্দ্রগুলো

০৫ জুন, ২০২৪

উপজেলা পরিষদ নির্বাচনের শেষ ধাপে নওগাঁ সদর, মান্দা ও মহাদেবপুর এই তিন উপজেলায় ভোট অনুষ্ঠিত হচ্ছে। বুধবার (৫ জুন) সকাল ৮ থেকে একযোগে তিনটি উপজেলার ৩২৯টি কেন্দ্রে ২৪০২ বুথে ব্যালটের মাধ্যমে এই ভোটগ্রহণ শুরু হয়। যা চলবে বিকাল ৪টা পর্যন্ত। 

এদিকে ভোট গ্রহণের শুরু থেকেই নওগাঁ সদর উপজলার কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিলো খুবই কম। একই চিত্র বাঁকি দুই উপজেলা মান্দা ও মহাদেবপুরে বলে জানা গেছে।

নওগাঁ শহরের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, ব্যাপক নিরাপত্তা নেয়া হলেও ভোটারের উপস্থিতি নেই। কয়েক মিনিট পর পর দুই এক জন ভোটার আসছেন আর ভোট দিয়ে চলে যাচ্ছেন।  

নওগাঁ সরকারি ডিগ্রি কলেজের প্রিজাইডিং কর্মকর্তা কামরুল হাসান জানান, পুরুষ কেন্দ্র এটি।  মোট ভোটার ২৬৭৬ জন।  বেলা ১০ টা পর্যন্ত মোট ভোটার ভোট দিয়েছেন ৫২ জন। ঘণ্টায় মাত্র ২৬ জন ভোট দিয়েছেন।

নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রিজাইডিং কর্মকর্তা আইনুল হক জানান, নারী-পুরুষ মিলে ১৯২৩ ভোটার। দুই ঘণ্টায় ভোট দিয়েছেন ৪৫ জন। 

নওগাঁ জিলা স্কুলের নারী ও পুরুষ কেন্দ্র রয়েছে। পুরুষ কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা নাজমুল হক জানান, ১৭১৬ ভোটারের মধ্যে দুই ঘণ্টায় ভোট দিয়েছেন ৩৫ জন। এদিকে সংশ্লিষ্টা ও স্থানীয়রা দাবি করেন, বেলা বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিতি বৃদ্ধি পাবে। 

এই তিন উপজেলায় চেয়ারম্যান পদে ১৪ জন প্রার্থীসহ মোট ৪০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিন উপজেলা মোট ভোটার ৯ লাখ ২২ হাজার ১৮৮ জন।

এদিকে ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ভোটকেন্দ্র ও ভোটকেন্দ্রের বাইরে পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার বাহিনী, মোবাইল এবং স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করছে।