কুমিল্লায় ‘খাদ্যে বিষক্রিয়ায়’ ভাই-বোনের মৃত্যু

০৮ জুন, ২০২৪

কুমিল্লার বরুড়ায় খাদ্যের বিষক্রিয়ায় দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (৭ জুন) উপজেলার পয়ালগাছা ইউনিয়নের হাটপুকুরিয়া গ্রামের দিঘীরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো- ওই এলাকার হাফেজ নেছার আহমেদের ছেলে আব্দুর রহমান (২) ও মেয়ে খাদিজা (৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালের নাস্তায় নেছার আহমেদের স্ত্রী তার ছেলে-মেয়েকে কাঁঠাল ও রুটি খাওয়ায়। দুপুরের খাবারে ডাল ও ভাত খাওয়ানোর পর আব্দুর রহমান-খাদিজা বমি করতে শুরু করে।

অবস্থার অবনতি হলে প্রথমে তাদের বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথেই আব্দুর রহমানের মৃত্যু হয়। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে মারা যায় খাদিজা।

বরুড়া থানার ওসি মোহাম্মদ রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, নিহত শিশুদের মা-বাবার দাবি, খাদ্যের বিষক্রিয়ায় শিশুদের মৃত্যু হয়েছে। আমরা মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। প্রতিবেদন পেলে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।