নেইমার নেই, কোপায় ১০ নম্বর জার্সি পাচ্ছেন যিনি

০৮ জুন, ২০২৪

আগামী ২১ জুন থেকে মাঠে গড়াবে কোপা আমেরিকার ৪৮তম আসর। যেখানে ফেবারিট হিসেবে অংশ নেবে ব্রাজিল ফুটবল দল। তবে ইনজুরি শঙ্কায় এই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন দলের সবচেয়ে বড় তারকা নেইমার। তার অবর্তমানে সেলেসাওদের ‘নম্বর টেন’ জার্সি নিয়ে শুরু হয়েছে আলোচনা, তাহলে এবার কার গায়ে উঠছে জার্সিটি।

ব্রাজিলের ১০ নম্বর জার্সি গায়ে খেলতে দেখা গেছে কিংবদন্তি পেলে, রিভেলিনো, জিকো, রাই, রিভালদো, রোনালদিনিও, কাকা, নেইমারের মতো ব্রাজিল তারকাকে। যে তালিকায় এবার যুক্ত হচ্ছেন রদ্রিগোও। রিয়াল মাদ্রিদের এই তরুণ ফরোয়ার্ড কোপা আমেরিকায় ব্রাজিলের হয়ে ১০ নম্বর জার্সি পরে খেলবেন।

ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার চোটের কারণে কোপা আমেরিকার স্কোয়াড থেকে ছিটকে পড়েছেন। যে কারণে কোপা আমেরিকায় আইকনিক এই জার্সির মর্যাদার ভার বইতে হবে রদ্রিগোকে। তবে ১০ নম্বর জার্সি পরে রদ্রিগো অবশ্য আগেও খেলেছেন। 

নেইমারের অবর্তমানে বিশ্বকাপ বাছাই এবং প্রীতি ম্যাচে এই জার্সি উঠেছিল রদ্রিগোর পিঠে। কিন্তু কোপার মতো বড় টুর্নামেন্টে এই প্রথম ১০ নম্বর জার্সি পরে খেলবেন রদ্রিগো।

এর আগে রদ্রিগো বলেছিলেন, নেইমার নিজেও নাকি চান তার অবসরের পর ১০ নম্বর জার্সিটা রদ্রিগোই পরুন। কে জানে, নেইমারের অবসরের আগেই সে ধারা শুরু হয়ে গেল কি না! 

রদ্রিগোর ১০ নম্বর ছাড়া অন্য জার্সিগুলোর মধ্যে ৭ নম্বর জার্সি পরে খেলবেন ভিনিসিয়ুস জুনিয়র। এছাড়া অন্যদের মধ্যে ১১ নম্বর জার্সি পরে রাফিনিয়া এবং ৯ নম্বর জার্সি পরে খেলবেন এনদ্রিক। গোলকিপারের ১ নম্বর জার্সি থাকছে আলিসনের পিঠেই।