বেনাপোলে মতবিনিময় সভায় ভারতীয় প্রতিনিধি দল

১১ জুন, ২০২৪

মতবিনিময় সভায় যোগ দিতে বাংলাদেশে আসেন ভারতের ২২ সদস্যের এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। দু'দেশের মধ্যে এক বৈঠকে যোগদানের জন্য আজ সকালে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করে দলটি।

জানা গেছে, বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি ও রপ্তানি বাণিজ্য সহজীকরণ, দু'দেশের মধ্যে যাতায়াতে অহেতুক হয়রানি ও কালক্ষেপণ, যাত্রী পারাপারে অতিরিক্ত সময় বৃদ্ধি, সীমান্ত সুরক্ষাসহ নানা বিষয়ে মতবিনিময়ের জন্য বেনাপোলে এই বৈঠকের আয়োজন করা হয়েছে। 

বেনাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে ভারতীয় প্রতিনিধি দলকে স্বাগত জানান বেনাপোল বন্দরের পরিচালক রেজাউল করিম, বিজিবি'র খুলনা রিজিয়নের পরিচালক লে. কর্নেল মাজহার, ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক, কাস্টমসের মোখলেছুর রহমানসহ বিভিন্ন কর্মকর্তারা।

পেট্রাপোল বন্দর, ইমিগ্রেশন এবং বিএসএফ এর উর্ধ্বতন কর্মকর্তারা সকাল ১১ টায় বেনাপোল কাস্টমস ক্লাবের অডিটোরিয়ামে বাংলাদেশ কাস্টমস, বন্দর এবং ইমিগ্রেশনের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন। এরপর বন্দর অডিটোরিয়ামে মধ্যহ্ন ভোজ শেষে দেশে ফেরেন বলে জানা গেছে।