জাবিতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

১৩ জুন, ২০২৪

ঈদুল আজহা উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জীবিকার তাগিদে বিভিন্ন জেলা থেকে আগত সমাজের পিছিয়ে পড়া, অসহায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন 'কাঞ্চনজঙ্গা হেল্পিং ফান্ড'। প্রায় শতাধিক ব্যক্তিকে এ উপহার দেওয়া হয়। এতে আর্থিকভাবে সহযোগিতা করেছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা। 

বুধবার বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। সামগ্রীর মধ্যে লুঙ্গি, শাড়ি, জামা প্রভৃতি দেওয়া হয়েছে। 

বিতরণী অনুষ্ঠানে সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক বশির আহমেদের সভাপতিত্বে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট অধ্যাপক আবদুল্লাহ হেল কাফি, প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো: সালাহউদ্দিন, প্রক্টর মোহাম্মদ আলমগীর কবির, আ ফ ম কালামউদ্দিন হলের প্রভোস্ট আ.স.ম. ফিরোজ- উল- হাসান, শেখ রাসেল হলের প্রভোস্ট মো. তাজউদ্দীন সিকদার, ইনস্টিটিউট অব রিমোট সেনসিং এন্ড জিআইএস এর পরিচালক ড. শেখ তৌহিদুল ইসলাম প্রমুখ।