ময়মনসিংহে ট্রেনের সঙ্গে গরুর ধাক্কা

১৫ জুন, ২০২৪

ময়মনসিংহে ঈদ স্পেশাল ট্রেনের সঙ্গে গরুর ধাক্কা লেগে ফেটে গেছে ইঞ্জিনের গ্যাসপাইপ। এতে প্রায় ৪০ মিনিট ময়মনসিংহ-দেওয়ানগঞ্জ ট্রেন যোগাযোগ বন্ধ ছিল। শনিবার (১৫ জুন) বিকেল ৩টার দিকে সদর উপজেলার বেগুনবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। 

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ঈদ স্পেশাল ট্রেন বেগুনবাড়ি এলাকায় পৌঁছালে ইঞ্জিনের গ্যাসপাইপের সঙ্গে গরুর ধাক্কা লাগে। এতে পাইপ ফেটে যায়। এ ঘটনায় ৪০ মিনিট বন্ধ ছিল জামালপুর-ময়মনসিংহ ট্রেন চলাচল। পরে ইঞ্জিনের গ্যাসপাইপ মেরামত করা হলে ট্রেনটি দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। এখন ট্রেন চলাচল সচল আছে।