কোস্টগার্ডের অভিযানে অবৈধ মাছ শিকারের ২টি ট্রলারসহ ১৩ জেলে আটক

১৬ জুন, ২০২৪

কোস্টগার্ডের অভিযানে অবৈধ মাছ শিকারের ২টি ট্রলারসহ ১৩ জেলেকে আটক করা হয়েছে। এ সময় বিভিন্ন প্রজাতির ১৬৯০ কেজি মাছ জব্দ করা হয় যার বাজার মূল্য ৩৭ হাজার টাকা।

পাথরঘাটা কোস্টগার্ড কন্টিনজেন্টের মিডিয়া সেলের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৬৫ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে এফভি মা এবং এফবি মাহিয়ান খান নামের ২টি ফিশিং ট্রলার মাছ নিয়ে বরফজাত করার অপেক্ষায় ছিল। কন্টিনজেন্ট কমান্ডার মতিউর রহমানের নেতৃত্বে মৎস্য বিভাগের সহযোগিতায় অভিযান চালিয়ে ২টি ট্রলারসহ শনিবার ১৩ জেলেকে আটক করা হয়।

মুচলেকা রেখে জেলেদেরকে ছেড়ে দেওয়া হয়। ২টি ট্রলার মালামাল ও মাছ নিলামে ৮০ লক্ষ ৬৬০ টাকা বিক্রির আদায়কৃত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।