তীব্র তাপপ্রবাহ-বন্যারকবলে চীন

১৬ জুন, ২০২৪

বেশ কিছু অঞ্চলে তীব্র তাপপ্রবাহ ও দক্ষিণাঞ্চলের প্রদেশগুলোতে বন্যার পূর্বাভাস দিয়েছে চীনের আবহাওয়া বিভাগ।তবে তাপমাত্রার তীব্রতা উত্তর চীন, হলুদ নদী ও হুয়াই নদীর মধ্যবর্তী অঞ্চলে কমবে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।

দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, রোববার (১৬ জুন) জিনজিয়াং, ইনার মঙ্গোলিয়া ও হেনানের কিছু অংশে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ থেকে ৩৯ ডিগ্রি হতে পারে।

এদিকে বেইজিং কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার ও মঙ্গলবার তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে।চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ লিয়াওনিংয়ের কিছু এলাকায় তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ থেকে ৪২ ডিগ্রিতে।

অন্যদিকে দক্ষিণপূর্বাঞ্চলীয় ফুজিয়ানা প্রদেশে গত কয়েক দিন ধরে ভারী বৃষ্টি হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে, সেখানে এই বৃষ্টি অব্যাহত থাকবে। এতে কিছু কিছু নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে বইছে।

তাছাড়া গুয়াংজি অঞ্চলের কর্তৃপক্ষ জানিয়েছে, কিছু স্থানীয় নদীর পানির স্তর সতর্কতার মাত্রা ছাড়িয়ে গেছে ও দক্ষিণাঞ্চলীয় শহর গুইলিনে বন্যায় একজন ছাত্র মারা গেছেন।