মালিবাগ রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় পান ব্যবসায়ী নিহত

১৬ জুন, ২০২৪

রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় আলম হোসেন (৫০) নামে এক পান-সুপারি ব্যবসায়ী নিহত হয়েছে। রবিবার দুপুর পৌনে একটার দিকে এ ঘটনা ঘটে।গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দুপুর দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালে নিয়ে আসা খিলগাঁও ফায়ার সার্ভিসের ফায়ার লিডার মো. কামরুল ইসলাম বলেন, পৌনে একটার দিকে মালিবাগ কাঁচাবাজার সংলগ্ন রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়ে পড়েছিলেন তিনি। খবর পেয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃতের ছেলে আবু বক্কর সিদ্দিক বলেন, তার বাবা পেশায় পান-সুপারি ব্যবসায়ী। খিলগাও নন্দীপাড়ায় থাকেন। তাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে সকালে কিছু মালামাল কিনতে বের হয়েছিলেন ১৫০০০ টাকা নিয়ে। পরে খবর পান দুর্ঘটনার শিকার হয়েছেন। পরে ঢামেক হাসপাতালে এসে বাবাকে মৃত অবস্থায় দেখতে পাই। বাবার কাছে মালামাল ক্রয়ের জন্য ১৫ হাজার টাকা ছিল তা পাওয়া যায়নি।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানায় অবগত করা হয়েছে। ঢাকা রেলওয়ে (কমলাপুর) থানার উপ-পরিদর্শক (এসআই) এস এম রাকিবুল হক বলেন, মৃতদেহটি ঢামেক মর্গে রয়েছে। মৃত আলম নোয়াখালী সোনাইমুড়ী উপজেলার বটগ্রাম গ্রামের মৃত সিরাজুল হকের ছেলে। বর্তমানে খিলগাঁ নন্দীপাড়ায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতেন তিনি।