ফের ভাইরাল আলিয়া ভাটের ডিপফেক ভিডিও

১৭ জুন, ২০২৪

সামাজিক মাধ্যমের যেমন সুবিধা আছে তেমন অসুবিধাও আছে। খ্যাতির পাল্লা ভারি করার পাশাপাশি জীবন দুঃসহ করতেও যথেষ্ট ভূমিকা রাখে। তবে সাধারণ মানুষজনের চেয়ে তারকাদের জন্য বেশি ক্ষতিকর এটি।

এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে বলিউড অভিনেত্রী রাশমিকা মান্দানা, ক্যাটরিনা কাইফ ও কাজলকে। তবে আলিয়া ভাটকে যেন ছাড়ছেই না এই বিপত্তি। তৃতীয় বারের মতো ফাঁস হলো তার ডিপফেক ভিডিও। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

এবার তার মুখ কালো কামিজ পরা এক তরুণীর শরীরে বসিয়ে দেওয়া হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, চিকনকারি কাজ করা সালোয়ার-কামিজ পরে ঝোলা দুল পরছেন। জামার হাতায় চিকনের নকশাকে ক‌্যামেরায় দেখাচ্ছেন।

মাসখানেক আগে আলিয়ার যে ডিপফেক ভিডিও ফাঁস হয়েছিল সেখানে দেখা যায়, লাল রঙের শাড়ি পরে রয়েছেন তিনি। স্পষ্ট হয়েছে তার বক্ষ বিভাজিকা। সেসময় জানা যায়, অভিনেত্রী ওয়ামিকা গাব্বির মুখের ওপর আলিয়া ভাটের মুখ বসিয়ে ডিপফেক ব্যবহার করা হয়েছে।

মাস ছয়েক আগে প্রথম এই বিপত্তিতে পড়ে আলিয়া। সেবারের ভিডিওতে আপত্তিকর অঙ্গভঙ্গিও করতেও দেখা যায় তাকে। তবে ভিডিও থেকেই স্পষ্ট ছিল, ওই নারী আদৌ আলিয়া নন। আধুনিক প্রযুক্তির কারসাজির সাহায্যে আলিয়ার মুখ বসানো হয়েছে ওই ভিডিওতে।