নেপালের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

১৭ জুন, ২০২৪

৩ ম্যাচ খেলে বাংলাদেশের নামের পাশে আছে ৪ পয়েন্ট। অন্যদিকে সমান সংখ্যক ম্যাচ খেলে নেদারল্যান্ডসের সংগ্রহ ২ পয়েন্ট। তবে এখনও ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করার সুযোগ আছে ডাচদের। তাই নেপালকে হারাতে পারলে তবেই সুপার এইট নিশ্চিত হবে টাইগারদের। আর এই ম্যাচে হারলে তাকিয়ে থাকতে হবে নেদারল্যান্ডসের দিকে।

ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টে আগামীকাল নেপালের মুখোমুখি হবে নাজমুল হোসেন শান্তর দল। বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায় মাঠে গড়াবে ম্যাচটি।

এই ম্যাচে অবশ্য বাংলাদেশ একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা অনেকটাই কম। কেননা দলের উইনিং কম্বিনেশন ভাঙতে চাইবে না টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে নেদারল্যান্ডসের বিপক্ষে যে একাদশ নিয়ে খেলেছিল দল, সেই এগারজনই টিকে যেতে পারেন নেপাল ম্যাচেও।


বাংলাদেশ একাদশ (সম্ভাব্য):
লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।