ইকুয়েডরে ভয়াবহ ভূমিধস, নিহত ৬

১৮ জুন, ২০২৪

দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরে ভয়াবহ ভূমিধসের ঘটনায় অন্তত ছয়জন নিহত হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরো ৩০ জন। নিহতদের সংখ্যা আরো বাড়তে পারে বলে শঙ্কা করছে কর্তৃপক্ষ।

জানা যায়, বানোস দে আগুয়া সান্তা শহরে একদিনের বৃষ্টিতেই তৈরি হয়েছে এই ভূমিধস। কবলিত এলাকা থেকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে বাসিন্দাদের। সড়ক কাদার নিচে চাপা পড়ায় কঠিন হয়ে ব্যাহত হচ্ছে যান চলাচল। এর মধ্যেই নিখোঁজদের সন্ধানে চলছে উদ্ধার তৎপরতা।

এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন দেশটির গণপূর্তমন্ত্রী। সমবেদনা জানিয়েছেন নিহত ও নিখোঁজের পরিবারের প্রতি। সূত্র: রয়টার্স