শখের বশে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে ব্যবসায়ীর মৃত্যু

২১ জুন, ২০২৪

শখের বশে নদীতে মাছ ধরতে গিয়ে দিনাজপুরের বীরগঞ্জের মো. আতাহার মাহমুদ নামে এক ঔষধ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মৃত মো. আতাহার বীরগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের মৃত আব্দুল কুদ্দুস মাস্টারের ছেলে। 

শুক্রবার সকাল ৭টায় বীরগঞ্জ পৌর শহরের ঢেপা নদীর স্লুইসগেট এলাকায় মৃত অবস্থায় তাকে উদ্ধার করে এলাকাবাসী।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে শখের বসে বাড়ির কাছে ঢেপা নদীর স্লুইচগেটে মাছ ধরতে যান মো. আতাহার মাহমুদ। মাছ ধরার জন্য জাল ফেলতে গিয়ে জালসহ নদীতে পাড়ে যান। সাঁতার না জানার কারণে এবং নদীতে প্রচুর স্রোত থাকায় পানিতে তলিয়ে যান। পরে তাকে উদ্ধারে স্থানীয়রা, পুলিশ ও ফায়ার সার্ভিস চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। এরপর শুক্রবার সকাল ৭টায় স্থানীয় লোকজন নদীর স্লুইসগেট এলাকায় ঘটনাস্থলে জালে মোড়ানো মৃত অবস্থায় তাকে উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন বীরগঞ্জ থানার এস আই মো. খাজিমুদ্দিন। তিনি বলেন, এ ব্যাপারে বীরগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।