পাকিস্তানে বোমা বিস্ফোরণে পাঁচ সেনা সদস্য নিহত

২২ জুন, ২০২৪

পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চাল সীমান্তে সেনাবাহিনীর একটি গাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দেশটির ৫ সেনা সদস্য নিহত এবং দুজন সেনা সদস্য আহত হয়েছেন। খবর অ্যাসোসিয়েটেড প্রেসের। 

দেশটির কর্মকর্তারা বলছেন, অস্থিতিশীল সীমান্ত অঞ্চলটিতে নিরাপত্তা বাহিনীর ওপর ক্রমবর্ধমান হামলার সর্বশেষ ঘটনা এটি।

পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, হামলার সর্বশেষ ঘটনাটি স্থানীয় সময় শুক্রবার (২১ জুন) পাহাড়ি খাইবার পাখতুনখোয়ার প্রদেশের কুররাম জেলায় ঘটেছে। সেনাবাহিনীর একটি গাড়ি ওই এলাকার মধ্য দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে বোমা বিস্ফোরণ ঘটানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, এ ঘটনায় পাঁচ সাহসী বীর প্রাণ হারিয়েছেন। তারা বিস্ফোরণে শাহাদাত বরণ করেছেন।

সেনাবাহিনীর জনসংযোগ অধিদপ্তর (আইএসপিআর) আরও জানিয়েছে যে, সন্ত্রাসীদের নির্মূলে ওই এলাকায় চিরুনি অভিযান চালানো হচ্ছে এবং এই বিস্ফোরণের দায়ে অপরাধীদের বিচারের আওতায় আনা হবে।

তবে এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। পাকিস্তানি তালেবান ওই এলাকায় প্রায়ই সেনাবাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়ে থাকে।

চলতি মাসের শুরুতে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের লাকি মারওয়াত জেলাতেও একই ধারনের হামলা হয়েছিল। ওই হামলায় সাত সেনা নিহত হন।