১৬ ডাকাত গ্রেপ্তারে পুরস্কার পেলেন ওসি

২৩ জুন, ২০২৪

কুমিল্লার দাউদকান্দিতে সর্দারসহ ১৬ আন্তঃজেলা ডাকাতকে গ্রেপ্তার করে পুরস্কার পেয়েছেন ওসি মোজাম্মেল হক।শনিবার (২২ জুন) বিকেলে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা ওসির হাতে পুরস্কার তুলে দেন। এ সময় কুমিল্লার পুলিশ সুপার আব্দুল মান্নানসহ রেঞ্জ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, সাম্প্রতিক সময়ে দাউদকান্দিতে আন্তঃজেলা ডাকাতদলের উপদ্রব শুরু হয়েছিল। মহাসড়কসংলগ্ন এলাকাগুলোতে প্রায় সময় হানা দিত ডাকাতদল। সর্দারসহ ডাকাতদের গ্রেপ্তার করতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেন ওসি মোজাম্মেল হকের নেতৃত্বে টিম দাউদকান্দি।

এরই মধ্যে ৪ মে উপজেলার স্বল্প পেন্নই এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত সর্দার আকাশসহ (২৮) সাত ডাকাত এবং ৬ মে উপজেলার বারপাড়ায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত সর্দার মুকবুল হোসেনসহ (৩৭) নয় ডাকাতকে তিনি গ্রেপ্তার করতে সক্ষম হন।

ওসি মোজাম্মেল হক বলেন, জনসাধারণের জানমালের নিরাপত্তা দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য। মাদক এবং ডাকাত নিয়ন্ত্রণে রাখতে আমরা নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছি। জনসাধারণ যাতে শান্তিতে বসবাস করতে পারে, সেই লক্ষ্যে আমরা কাজ চালিয়ে যাচ্ছি