সাংবাদিকের বিরুদ্ধে ১০০ কোটির মামলা এই তারকার

২৩ জুন, ২০২৪

নবম টি-২০ বিশ্বকাপের দুঃস্মৃতি ভুলেই যেতে চাইবে পাকিস্তান। কারণ, আসরের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। এমন বিদায়ে দলকে নিয়ে তীব্র সমালোচনায় মেতেছে দেশটির সমর্থক ও সাংবাদিকরা। তাতেই মেজাজ হারিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

বাবর আজমের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ করেছিলেন দেশটির জ্যেষ্ঠ সাংবাদিক মুবাশের লোকমান। সেই অভিযোগে ক্ষিপ্ত হয়ে নিজের আইনজীবীদের পরামর্শ নিয়ে মানহানির মামলা করেছেন তারকা এই ক্রিকেটার। মামলায় ক্ষতিপূরণ হিসেবে ১০০ কোটি পাকিস্তানি রুপি দাবি করেছেন বাবর। 

ভাইরাল হওয়া ভিডিওতে বাবর আজমের বিরুদ্ধে বেশকিছু গুরুতর অভিযোগ তুলেন পাকিস্তানের সেই জ্যেষ্ঠ সাংবাদিক। বাবরের ভাই তাকে অডি ই-ট্রন গাড়ি উপহার দিয়েছেন উল্লেখ করে সে গাড়ি কেনার অর্থের জোগান নিয়েও প্রশ্ন তুলেন তিনি। এছাড়া বাবরের অ্যাপার্টমেন্টের অর্থায়নও সন্দেহজনক বলে মন্তব্য করেছিলেন এই সাংবাদিক।

মানহানির মামলায় পাক ক্রিকেটারের আইনজীবীরা উল্লেখ করেন যে, বাবরের বিরুদ্ধে আনা ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ ভিত্তিহীন। এসবের ফলে তাদের মক্কেলের মর্যাদাহানি হচ্ছে।

আইনি নোটিশে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ প্রমাণের জন্য লোকমানকে চ্যালেঞ্জ জানানো হয়েছে। সেটা করতে না পারলে মোটা অঙ্কের ক্ষতিপূরণ দিতে হতে পারে সেই সাংবাদিকের।