কলমাকান্দায় বিয়েবাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

২৩ জুন, ২০২৪

নেত্রকোনার কলমাকান্দায় সম্বন্ধীর (স্ত্রীর বড় ভাই) ছেলে বিয়েতে বিদ্যুৎস্পৃষ্টে খোরশেদ আলম (৪৯) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (২৩ জুন) বিকেলে উপজেলার লেঙ্গরা ইউনিয়নের ফুলবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

খোরশেদ আলম ওই গ্রামের মৃত মুসলেম উদ্দিনের ছেলে।পুলিশ ও নিহতের পরিবার সূত্র জানায়, দুপুরে স্ত্রীর বড় ভাইয়ের (সম্বন্ধী) ছেলে মাজহারুল ইসলামের বিয়ের অনুষ্ঠানে মেহমানদের খাবার পরিবেশন করছিলেন খোরশেদ আলম।

ওই সময় বৈদ্যুতিক ফ্যানে স্পর্শ লেগে তিনি মাটিতে পড়ে যান। পরে পরিবারের সদস্যরা তাকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. নাজমুল হাবিব বলেন, হাসপাতালে নিয়ে আসার আগে তার মৃত্যু হয়েছে।দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম জানান, হাসপাতাল থেকে মরদেহ থানা হেফাজতে আনা হয়েছে। আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।