ফোনে নেটওয়ার্ক পায় না? এই ভুলগুলো করছেন নাতো

২৪ জুন, ২০২৪

অনেকেই অভিযোগ করেন তাদের ফোনের নেটওয়ার্ক হঠাৎ হঠাৎ নাই হয়ে যায়। তখন কল করা কিংবা ইন্টারনেট ব্যবহার করতে অসুবিধা হয়। 
মাঝে মধ্যেই উধাও হয়ে যাচ্ছে নেটওয়ার্ক। মালগাড়ির মতো চলছে মোবাইল। এই ধরনের সমস্যার শিকার কমবেশি অনেকেই। আর এই দুর্বল নেটওয়ার্কের কারণ হল পাঁচটি ভুল, যা অনেকেই করে থাকেন। কী সেই ভুলগুলো? কীভাবে ফোনের নেটওয়ার্ক ঠিক করবেন?

দুর্বল সিগন্যাল
সিগন্যাল দুর্বল হলে স্বাভাবিক ভাবেই ফোনে নেটওয়ার্ক আসবে না। গুচ্ছের সেটিংস চেঞ্জ করলেও একই অবস্থায় থাকবে নেটওয়ার্ক। তাই এমন জায়গায় আসুন, যেখানে সিগন্যাল ভালো। যেমন জানলার কাছে বা খোলা জায়গায়। পাশাপাশি যে সিম ব্যবহার করছেন, তাদের কভারেজ ম্যাপও চেক করতে পারেন ইন্টারনেটে। যেখানে সিগন্যাল কভারেজ, সেখানে যাওয়ার চেষ্টা করুন তাহলে নেটওয়ার্ক ভালো পাওয়া যাবে।

নেটওয়ার্ক কনজেশন
যখন একসঙ্গে প্রচুর নির্দিষ্ট কোনও নেটওয়ার্ক ক্যারিয়ার ব্যবহার করা শুরু করেন, তখন সেই সময়টিকে বলে নেটওয়ার্ক কনজেশন। সাধারণত যেখানে মানুষের জমায়েত বেশি থাকে, যেমন কনসার্ট, ক্রিকেট-ফুটবল ম্যাচ ইত্যাদি। এই সময় ওয়াইফাই ব্যবহার করার চেষ্টা করুন। পাশাপাশি এমন অ্যাপ ব্যবহার করুন যেগুলো কম ডেটাতেও ভালো চলতে পারে।

পুরনো সফটওয়্যার
মোবাইলে যদি পুরনো সফটওয়্যার থাকে, তাহলে কল ড্রপ, স্লো ইন্টারনেট এই ধরনের সমস্যায় ভুগতে পারেন। সিগন্যাল ভালো পেলেও, নেটওয়ার্ক দুর্বল থাকে। তাই স্মার্টফোনের সফটওয়্যার ভার্সন চেক করুন, নতুন আপডেট এসে থাকলে সেটি অবশ্যই ফোনে ইন্সটল করুন।

সিম কার্ড সংক্রান্ত সমস্যা
সিম কার্ডে যদি কোনও দাগ থাকে বা ভুলভাবে ইন্সটল করা হয়, সেক্ষেত্রে নেটওয়ার্ক সমস্যার মুখে পড়তে পারেন আপনি। এর জন্য প্রথমে মোবাইল থেকে সিম কার্ড বের করুন। তারপর চেক করুন তাতে কোনও স্ক্র্যাচ বা নোংরা রয়েছে কিনা। যদি নোংরা থাকে তাহলে পরিষ্কার করে, তবেই ফোনে ইন্সটল করুন।

অন্যান্য ডিভাইসের হস্তক্ষেপ
অন্যান্য ইলেক্ট্রনিক ডিভাইস যেমন মাইক্রোওয়েভ, কর্ডলেস ফোন, ওয়্যারলেস নেটওয়ার্ক দ্বারা হস্তক্ষেপ হলে আপনার ফোনে সিগন্যাল নাও আসতে পারে। তাই এই ধরনের ডিভাইসের সামনে মোবাইল ব্যবহার এড়িয়ে চলুন। কারণ এগুলি আপনার ফোনে ফ্রিকোয়েনসি ব্যান্ডকে আসতে বাধা দেয়। তাই ইলেকট্রনিক ডিভাইস নেই এমন জায়গায় মোবাইল ব্যবহার করুন।