রণবীর-দীপিকার আগত সন্তানকে নিয়ে যে ভবিষ্যদ্বাণী করলেন কমল হাসান

২৬ জুন, ২০২৪

মুক্তির দোরগোড়ায় দক্ষীণি তারকা প্রভাস ও দীপিকা পাডুকোন অভিনীত ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমা।  কয়েকদিন আগেই সায়েন্স ফিকশনধর্মী এই সিনেমার প্রচারে এসেছিলেন অন্তঃসত্ত্বা দীপিকা পাড়ুকোন। সঙ্গে ছিলও সিনেমার পুরো টিম। অন্তঃসত্ত্বা অবস্থাতেই তার উপস্থিতি নজর কেড়েছিল সকলের। এই অনুষ্ঠানেই কমল হাসান রণবীর সিংহ-দীপিকা পাড়ুকোনের সন্তানকে নিয়ে ভবিষ্যদ্বাণী করেন।

আভাস দেন, তারকা দম্পতির সন্তান ছবি পরিচালনাতে আসতে পারে। ব্যস, দক্ষিণী তারকাকে নিয়ে চর্চা শুরু। এমনও গুঞ্জন রটেছে, কমল নাকি জ্যোতিষশাস্ত্র চর্চা করছেন ।

কোন কথার প্রসঙ্গে কমলের এই মন্তব্য? প্রচারে দীপিকা ‘কল্কি ২৮৯৮ এডি’-র পরিচালক নাগ অশ্বিনের কিছু কথা সকলের সঙ্গে ভাগ করে নিচ্ছিলেন। কাকতালীয়ভাবে ‘কল্কি ২৮৯৮ এডি’-র মতোই বাস্তবেও তিনি অন্তঃসত্ত্বা! তাঁর কথায়, ‘‘আমি তখন মুম্বাইয়ে। শুটিং থেকে লম্বা বিরতিতে। কারণ, বিভিন্ন সময় ভাগ করে আমাদের ছবির শুটিং হচ্ছিল। হঠাৎ অশ্বিনের ফোন। প্রথমে খেয়াল করিনি। পরে ওকে ফোন করি। ’’ নায়িকা জানতে চান, হঠাৎ পরিচালকের ফোন কেন? অশ্বিন তাঁকে জানান, কমলের সঙ্গে তাঁর প্রথম দিনের শুটিং শেষ। তিনি প্রচণ্ড উত্তেজিত। কথাগুলো বলতে বলতেও নাকি পরিচালক শিশুর মতো খুশিতে ফেটে পড়েছিলেন।

দীপিকা থামতেই মাইক হাতে তুলে নেন কমল। অন্তঃসত্ত্বা নায়িকার দিকে ইঙ্গিত করে বলে ওঠেন, ‘‘এই ছবি তৈরির নেপথ্য কারিগর দীপিকার গর্ভের সন্তান। ওর জন্যই ছবিটি ঠিকভাবে সম্পূর্ণ হয়েছে। ’’

তারপরেই তাঁর মত, দলের সকলের আশা, আগামী দিনে এই শিশুও হয়তো ছবি পরিচালনা করবে।

তবে দক্ষিণী তারকার ভবিষ্যদ্বাণীতে কতটা খুশি হবু মা-বাবা? জানা যায়নি। তবে রণবীর-দীপিকার সন্তান বলিউডে পা রাখবে, এই নিয়ে তাঁদের অভিনেতা বন্ধুদের কোনও দ্বিমত নেই।