লেবাননকে ‘প্রস্তুর যুগে’ পাঠানোর হুমকি ইসরায়েলের

২৮ জুন, ২০২৪

প্রতিবেশী দেশ লেবাননকে ‘প্রস্তর যুগে’ পাঠানোর হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্ত। তিনি বলেছেন, লেবাননের সঙ্গে যুদ্ধ চায় না ইসরায়েল; তবে যাবতীয় কূটনৈতিক প্রক্রিয়া যদি ব্যর্থ হয়— সেক্ষেত্রে গোটা লেবাননকে লন্ডভন্ড করে দেওয়ার মতো সামরিক সক্ষমতা রাখে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী।

তিন দিনের সফরে ওয়াশিংটন গিয়েছেন ইয়োয়াভ গ্যালান্ত। বৃহস্পতিবার সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমরা লেবাননের সঙ্গে যুদ্ধ চাই না, কারণ আমরা আমাদের প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক খারাপ করতে চাই না। তবে যদি যুদ্ধ বাঁধে, সেক্ষেত্রে লেবাননকে আমরা প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়ার মতো সক্ষমতা আমাদের আছে। কিন্তু আমরা এমনটা চাই না।’

‘অর্থাৎ, আমরা লেবাননের সঙ্গে যুদ্ধ চাই না। তবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য তৈরি। যদি সত্যিই যুদ্ধ বেঁধে যায়— তাহলে লেবাননে যে ইসরায়েলি সেনারা ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম, তা হিজবুল্লাহও জানে।’

গত ৭ অক্টোবর গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলি বাহিনীর যুদ্ধ শুরু হওয়ার প্রায় এক মাস পর থেকে লেবানন-ইসরায়েলের সীমান্ত থেকে ইসরায়েলের ভূখণ্ডে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো শুরু করে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

এই হামলার জবাবে লেবাননকে লক্ষ্য করে সমানতালে ক্ষেপণাস্ত্র ছুড়তে থাকে ইসরায়েলি বাহিনীও। দু’পক্ষের মধ্যে আন্তঃসীমান্ত সংঘাত এখনও চলছে। বার্তাসংস্থা এএফপির টালি বলছে, গত সাত মাসের সংঘাতে ইসরায়েলের হামলায় লেবাননে নিহত হয়েছেন অন্তত ৪৮১ জন মানুষ। নিহতদের মধ্যে বেসামরিক লোকজনের সংখ্যা কমপক্ষে ৯৪ জন।

অন্যদিকে, লেবাননের হামলায় ইসরায়েলে নিহত হয়েছেন অন্তত ১৫ জন সেনা এবং ১১ জন বেসামরিক। সূত্র : এএফপি