আবাসিক হোটেলে পুলিশের অভিযান, গ্রেফতার ৬

২৮ জুন, ২০২৪

সিলেট নগরীর কিনব্রিজ সংলগ্ন সুরমা মার্কেট এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- মো. আলেক মিয়া, কবির আহমদ, রাহেল আহমদ, মো. রফিক মিয়া, শারমিন রুনা, লিমা আক্তার।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদে কোতোয়ালী মডেল থানাধীন সুরমা মার্কেটে অবস্থিত নিউ সুরমা আবাসিক হোটেলের চতুর্থ তলায় অভিযান পরিচালনা করা হয়।

সাইফুল ইসলাম আরও বলেন, সময় চার পুরুষ ও দুই নারীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মানবপাচার প্রতিরোধ দমন আইনে মামলা করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।