আর্জেন্টাইন সমর্থকদের দুঃসংবাদ দিলেন মেসি

২৮ জুন, ২০২৪

কোপা আমেরিকার গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছে আর্জেন্টিনা। এতে কোয়ার্টার ফাইনালও নিশ্চিত হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। তবে এবার লিওনেল মেসির ভক্তদের দুঃসংবাদ দিলেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে গ্রুপ পর্বে তৃতীয় ও শেষ ম্যাচে পেরুর বিপক্ষে খেলবেন না মেসি।

মূলত চিলির বিপক্ষে খানিকটা ইনজুরির শঙ্কা নিয়ে মাঠ ছেড়েছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক। তাই তাকে নিয়ে ঝুঁকি নিতে চান না স্ক্যালোনি। তরুণদের পরখ করে দেখতে চান। তাই শুধু মেসিই না, শুরুর একাদশে আরও বেশ কটি পরিবর্তনে আভাস দিয়েছেন কাতার বিশ্বকাপজয়ী এই কোচ।

এক প্রতিবেদনে ইএসপিএন জানিয়েছে, আসরের উদ্বোধনী ম্যাচে কানাডার বিপক্ষে নিতম্বের মাংসপেশিতে অস্বস্তি অনুভব করেন লিও। চিলির বিপক্ষেও এর রেশ কাটেনি। তাই মেসিকে বিশ্রামে রাখবেন কোচ।

এদিকে কানাডার বিপক্ষে ম্যাচের পর মেসি বলেছিলেন, ‘প্রথম ম্যাচ চলাকালীন নিতম্বের মাংসপেশি শক্ত অনুভব হচ্ছিল। মাংসপেশি ছিঁড়ে যাওয়া বা থেঁতলে যাবার মতো কিছু মনে হয়নি। তবে খেলতে একটু অসুবিধা মনে হচ্ছিল। কোনো সমস্যা ছাড়া ম্যাচ শেষ করতে পারায় বড় কিছু নয় বলেই মনে হয়েছে।’

উল্লেখ্য, পেরুর বিপক্ষে ইন্টার মায়ামির ঘরের মাঠ হার্ড রক স্টেডিয়ামে পরের ম্যাচ খেলবে আর্জেন্টিনা। তাই ঘরের মাঠে মেসিকে না পেয়ে কিছুটা হতাশই হতে পারেন মায়ামির সমর্থকরা।