চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

২৮ জুন, ২০২৪

কিশোরগঞ্জে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। বৃহস্পতিবার বিকালে কিশোরগঞ্জ পৌর এলাকার আখড়াবাজার মদনী মসজিদের পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত সাজু মিয়া (২৯) কিশোরগঞ্জ শহরের আখড়াবাজার এলাকার রুহুল আমিনের ছেলে।

সাজু মিয়ার ভাই বাদল মিয়া অভিযোগ করেন, পৌর এলাকার ফিসারি লিংক রোডের একটি কম্পিউটারের দোকানে চুরি হয়। এ চুরির ঘটনায় সন্দেহ করা হয় তার ভাই সাজুকে। বিকালে তার ভাইকে ফিসারি লিংক রোড এলাকায় নিয়ে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচার দাবি করেন। 

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, বিকালে আখড়াবাজার মসজিদের পাশ থেকে সাজু মিয়ার লাশ উদ্ধার করা হয়। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তার নামে কিশোরগঞ্জ মডেল থানায় চুরি ও মাদক সংক্রান্ত অন্তত সাতটি মামলা রয়েছে বলে জানান তিনি।