উরসুলাকে ফের ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট হিসেবে চান ইইউর নেতারা

২৮ জুন, ২০২৪

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে জার্মানির উরসুলা ভন ডার লেনকে মনোনয়ন দিতে সম্মত হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা।

ব্রাসেলসে অনুষ্ঠিত এক সম্মেলনে ২৭ দেশীয় জোটের নেতারা এই সিদ্ধান্ত নেন।ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট হিসেবে উরসুলার মেয়াদ আরও পাঁচ বছর বাড়াতে ইউরোপীয় পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন হবে। গোপন ব্যালটেই হবে সিদ্ধান্ত।

ইইউ'র নেতাদের ব্যাপক সমর্থন পেলেও উরসুলা ভন ডার লেনকে ভোট দেওয়া থেকে বিরত ছিলেন ইতালির ডানপন্থী প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।