রাজধানীতে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

৩০ জুন, ২০২৪

রাজধানীর কুড়িলে শরিফুল ইসলাম নামে এক সাংবাদিকের ওপর হামলার খবর পাওয়া গেছে।শুক্রবার (২৮ জুন) রাতে এ হামলার শিকার হন শরিফুল। তিনি যমুনা টেলিভিশনের নিউজরুম এডিটর হিসেবে কাজ করেন।

এ ঘটনায় শনিবার (২৯ জুন) ভাটারা থানায় মূল অভিযুক্ত সৈয়দ ইসলাম শাহির (৩০) ও অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক।

শরিফুল ইসলাম জানান, শুক্রবার রাতে কুড়িল ফ্লাইওভার এলাকা দিয়ে যাওয়ার সময় শাহিরসহ (৩০) একদল দুর্বৃত্ত তার পথরোধ করে। এ সময় তার সঙ্গে থাকা লাগেজ ধরে টানাটানি করে। একপর্যায়ে লাগেজটি না দিতে চাইলে শরিফকে অকথ্য ভাষায় গালাগালি ও মারধর করে শাহিররা।

শরিফুল ইসলাম তার অভিযোগপত্রে আরও জানান, এতে তিনি মারাত্মকভাবে আহত হন এবং তার বাম কানের পর্দা ফেটে যায়। এরপর দুর্বৃত্তরা তার মোবাইলফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। পরে সহকর্মীরা খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

স্থানীয়রা জানান, শাহির এলাকার চিহ্নিত বখাটে। এর আগেও সে অনেককে মারধর করেছে।