বাংলাদেশে আর কখনোই জঙ্গিবাদের উত্থান হবে না: র‍্যাব মহাপরিচালক

০১ জুলাই, ২০২৪

র‍্যাব মহাপরিচালক (ডিজি) ব্যারিস্টার মো. হারুন অর রশিদ বলেছেন, আমাদের দেশে আর জঙ্গিবাদের উত্থান হবে না। জঙ্গি তৎপরতা নিয়ন্ত্রণে র‍্যাব অনেক আধুনিক হয়েছে। একটি ত্রিমাত্রিক বাহিনী হিসেবে সব ধরনের সক্ষমতা রয়েছে র‌্যাবের।

সোমবার (১ জুলাই) হলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহতদের স্মৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

র‍্যাব মহাপরিচালক বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে জঙ্গিরা তৎপরতা চালাচ্ছে। ভার্চুয়াল ওয়ার্ল্ডেও র‍্যাবের তৎপরতা রয়েছে। পলাতক জঙ্গিদের নজরদারি মধ্যে রাখা হয়েছে। 

২০১৬ সালের পয়লা জুলাই রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় স্তম্ভিত করেছিল গোটা দেশকে। সুনাম ক্ষুণ্ন হয় বহির্বিশ্বেও।