গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে ভেনেজুয়েলা

০১ জুলাই, ২০২৪

টানা দুই জয়ে আগেই কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত করেছিল ভেনেজুয়েলা। তবে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে এড়ানোর জন্য গ্রুপ পর্বের শেষ ম্যাচে অন্তত একটা পয়েন্ট দরকার ছিল তাদের। ভেনেজুেয়েলা এক পয়েন্ট নয়, পুরো তিন পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। গ্রুপের শেষ ম্যাচে ৩-০ গোলে হারিয়েছে জ্যামাইকাকে। সেমিফাইনালে উঠতে  কানাডার মুখোমুখি হবে 'বি' গ্রুপের চ্যাম্পিয়নরা।

'বি' গ্রুপে ভেনেজুয়েলা টানা তিন ম্যাচ জয়ে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে।

জ্যামাইকার বিপক্ষে ভেনেজুয়েলাকে বেশ কঠিন লড়াই করতে হয়েছে। বিশেষ করে প্রথমার্ধে জ্যামাইকা কঠিন প্রতিরোধ গড়ে তুলেছিল। তবে দ্বিতীয়ার্ধে জ্যামাইকার সব প্রতিরোধ ভেঙে পড়ে। এ সময়ে একে একে স্কোরশিটে নাম লেখান এডুয়ার্ড বেলো, সালোমন র্যান্ডন ও এরিক রামিরেজ। এ ম্যাচে র্যান্ডন আন্তর্জাতিক ম্যাচে ৪৩তম গোল করেন। এর মাধ্যমে ভেনেজুয়েলার হয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় নিজের অবস্থা আরো সুদৃঢ় করেছেন র্যান্ডন। দ্বিতীয় স্থানে থাকা হুয়ান আরান গো থেকে ২০ গোল এগিয়ে তিনি।