ক্রিকেটারদের জন্য ১২৫ কোটি রুপি পুরস্কার ঘোষণা ভারতীয় বোর্ডের

০১ জুলাই, ২০২৪

টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে ভারত সাড়ে ২৪ লাখ মার্কিন ডলার বা ২০ কোটি ২৪ লাখ রুপি প্রাইজমানি পেয়েছে। তবে চ্যাম্পিয়ন দলের ক্রিকেটারদের অ্যাকাউন্ট আরও সমৃদ্ধ হতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক ঘোষণায়। বোর্ড ১২৫ কোটি রুপি পুরস্কার ঘোষণা করেছে।

ভারতীয় ক্রিকেট বোর্ডের সেক্রেটরি জয় শাহ বলেন, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের জন্য ভারতীয় দলকে ১২৫ কোটি রুপি পুরস্কার ঘোষণা করা হচ্ছে। টুর্নামেন্টজুড়ে দল দারুণ দক্ষতা আর স্পোর্টসম্যানশিপ প্রমাণ করেছে। দলের খেলোয়াড়, কোচ ও অন্যান্য কর্মকর্তাদের অভিনন্দন।

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে যুগ্মভাবে আয়োজিত বিশ্বকাপের এটা ছিল নবম আসর। এবারের বিশ্বকাপে ২০টি দল অংশ নেয়। ২৮ দিনের প্রতিযোগিতা শেষে ভারত শিরোপা জয় করে। বিশ্বকাপের জন্য ১১.২৫ মিলিয়ন ডলার পুরস্কার ছিল। চ্যাম্পিয়ন হয়ে ভারত ২.৪৫ মিলিয়ন ডলার প্রাইজমানি পেয়েছে। রানার্স আপ হয়ে দক্ষিণ আফ্রিকা ১.২৮ ডলার প্রাইজমানি পেয়েছে।