সেনবাগে যৌতুকের জন্য গৃহবধূকে নির্যাতনের অভিযোগ, স্বামী আটক

০২ জুলাই, ২০২৪

নোয়াখালীর সেনবাগে যৌতুকের জন্য গৃহবধূ মমতাজ বেগম (৩০) কে মারধর ও নির্যাতনের অভিযোগে আনোয়ার হোসেন নামে তার স্বামীকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে পুলিশ তাকে গ্রেফতার করে। এর আগে গত শনিবার ওই গৃহবধূকে সেনবাগের বীজবাগ এলাকায় মারধর ও নির্যাতন করে স্বামী ও তার পরিবারের লোকজন।

এসময় গুরুতর অবস্থায় মমতাজ বেগমকে সেনবাগ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় সেনবাগ থানায় ভিকটিম বাদী হয়ে আনোয়ার হোসেনসহ চার জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ভিকটিম ও তার পরিবার জানায়, ১২ বছর পূর্বে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী ও তার পরিবারের লোকজন বিভিন্ন সময়ে যৌতুক আদায় করে আসছে। সর্বশেষ পাঁচ লক্ষ টাকা যৌতুকের জন্য পুনরায় চাপ দেয়।

গৃহবধূ তা এনে দিতে অস্বীকার করলে তাকে বার বার মারধর ও পিটিয়ে, জখম করে নির্যাতন করা হয়। ঘটনার দিন খবর পেয়ে তার ছোট ভাই ও চাচাত ভাই ওই বাড়িতে গেলে তাদেরকেও আটকিয়ে বেদম মারধর করে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়। বর্তমানে তাদের অবস্থা আশঙ্কাজনক। সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।