ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর নতুন হামলা

২৭ জুলাই, ২০২৪

লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ গাজায় আগ্রাসনের প্রতিবাদে ফিলিস্তিনি জনগণের সমর্থনে ইসরায়েলি সামরিক ঘাঁটিতে প্রতিশোধমূলক হামলার আরেকটি দফা শুরু করেছে।

হিজবুল্লাহ পৃথক বিবৃতিতে বলেছে, তাদের যোদ্ধারা শনিবার ইসরায়েলের উত্তরাঞ্চলের কৌশলগত চৌকিতে দুটি ভারী হামলা চালিয়েছে। যার মধ্যে একটিতে ইসরায়েলের গুপ্তচরবৃত্তির সরঞ্জাম রাখা হয়েছিল।

উপযুক্ত অস্ত্র দিয়ে সেখানে সরাসরি আঘাত করা হয়।হিজবুল্লাহ আরও বলেছে, তাদের যোদ্ধারা রকেট দিয়ে আল-জারদাহ সাইটকে লক্ষ্যবস্তু করেছে।

রামিয়া সাইটের একটি প্রযুক্তিগত সিস্টেমে গাইডেড ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়। ফলে বহু ক্ষয়ক্ষতি হয়েছে।

এছাড়াও ইসরায়েলের হাদাব ইয়ারন সাইটের ভেতরে অবস্থান করা ইসরায়েলি সেনাদের একটি সমাবেশেও হামলা চালানোর কথা জানায় হিজবুল্লাহ।